মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
বৃহস্পতিবার জেলার সার ডিলারদের অংশগ্রহনে আর কে এগ্রো তাজা জৈব সার, ইনোভিশন কনসালটিং ও ক্যাটালিষ্ট-এর উদ্যোগে দিনব্যাপী সুষম সার ব্যাবস্থাপনায় পরিবেশ বান্ধব জৈব সার-এর গুরুত্ব শীর্ষক প্রশিক্ষন সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর পর্যটন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন সভায় সার ডিলার ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন আর কে এগ্রো প্রোডাক্ট লিঃ এর নির্বাহী পরিচালক ডাঃ আব্দুস ছামাদ, কৃষিবিদ আবু জাফর, জৈব সার বিশেষজ্ঞ এ,এস,এম, মোমিনুল হক। অনুষ্ঠানে জৈব সারের বিভিন্ন উপকারের দিক তুলে ধরে বক্তারা বলেন মাটির পরিবেশ দুষন রক্ষায় জৈব সারের কোন বিকল্প নেই। জৈব সার ব্যবহারে যেমন মাটির গুণগত মান বৃদ্ধি পাবে তেমন এই সার ব্যবহারে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষীর খরচ কমে যাবে। অনুষ্ঠানে জেলার শতাধিক সার ডিলার অংশগ্রহণ করেন।
মেহেরপুরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় শস্য বহুমুখী করন প্রকল্পের (এসসিডিপি) আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষনের আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন প্রশিক্ষনের উদ্বোধন করেন।
সদর উপজেলা কৃষিকর্মকর্তা এন এ হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামছুল আনোয়ার, উপসহকারি কৃষি অফিসার আশরাফুল আলম প্রমুখ।