মেহেরপুর নিউজ, ২৫ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা খাতুন (ফুটবল)।
নির্বাচনে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পাওয়ায় ওই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা (টউবয়েল( পেয়েছেন ১৪ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রার্থী রোকনুজ্জামান রোকন (তালা) পেয়েছেন ৫৬৩০ ভোট। জি্লুর রহমান (চশমা )পেয়েছেন ২০২ ভোট।
মহিলা ভাই চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আফরোজা খাতুন পেয়েছেন (হাঁস) পেয়েছেন ১১ হাজার ২৮৬ ভোট। তার নিকটতম প্রতিদন্বন্দী পার্থী তকলিমা খাতুন (কলস) পেয়েছেন ৮৮৯৯ ভোট। নাজমা খাতুন (ফুটবল) পেয়েছেন মাত্র ১১৯ ভোট।
মুজিবনগর উপজেলা নির্বাচনে ভোট কাষ্টিং হযেছে ২০ হাজার ৮৮ ভোট। সে মতে জামানত রক্ষা করতে প্রার্থীদের প্রয়োজন ছিল নর্বনিম্ম ২ হাজার ৫১১ ভোট।