বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 24, 2024

মেহেরপুর নিউজ:

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত-জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা (মুজিবনগর রাইজিং)  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে, মুজিবনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।জাতীয় নাগরিক কমিটির মাহমুদুল হাসানের সভাপতিত্ব জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বির সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন হাসনাত জামান সৈকত, কেন্দ্রীয় সদস্য শাকিল আহমেদ।