আইন-আদালত

মুজিবনগরে গাঁজা বিক্রির অপরাধে এক মহিলার কারদন্ড

By মেহেরপুর নিউজ

January 11, 2021

 মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে গাঁজা বিক্রির অপরাধে সালেহা খাতুন নামের একজন মুদি ব্যাবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধায় মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। সালেহার খাতুন মুজিবনগর উপজেলার ওয়াশিম আলমের স্ত্রী। মোবাইল কোর্টের ঘটনা শোনার পর পর ওয়াশিম আলম পালাতক রয়েছে।

অভিযান পরিচালনাকারী জানান, মহাজনপুর বাজারের ছালেহা খাতুনের মুদি দোকানে গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে সালেহার দোকানে ১৪০ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাকে আটক করা হয়। এবং তার বাড়িতে তল্লাশী চালিয়ে আরও ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনি এই গাঁজা ভারত থেকে কিনে এনে নিজ দোকানে বিক্রি করেন বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট স্বীকারোক্তি দেন।

পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ক্রমিক নং ১৯(ক) অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়। পলায়নকৃত আসামী ওয়াশিম আকরামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সার্বিক সহযোগীতা করেন।