মেহেরপুর নিউজ, ১০ জুন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কাজী জামাল উদ্দিন নামের এক আমচাষী ক্ষতিপূরন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
শক্রবার তিনি ক্ষতিপূরন চেয়ে এ আবদেন করেন।
আবেদনে কাজী জামাল উদ্দিন জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি তার নিজ বাগানের ২০ হাজার আম ব্যাগিং করেন ইউরোপে পাঠানোর জন্য। ব্যাগ কেনার জন্য তার ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে তিনি বাগানের আম ইউরোপে পাঠাতে না পারায় প্রায ৪ লক্ষাধিক টাকার ক্ষতির মুখোমুখি দাড়িয়ে আছেন। এমন অবস্থায় তিনি ক্ষতিপূরনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।