বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

By Meherpur News

April 28, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে রোপা আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন । উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারিসুল আবিদ।

২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজ, এমওপি ও ডিএপি সার বিতরণ করা হবে। এর মধ্যে পাট চাষিদের জন্য জন প্রতি ১ কেজি পাটবীজ, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি ডিএপি সার এবং ধান চাষিদের জন্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।