আইন-আদালত

মুজিবনগরে কৃষি জমিতে পুকুর খনন করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের আভিযান

By মেহেরপুর নিউজ

January 10, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে কৃষি জমিতে পুকুর খনন করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত আভিযান পরিচালনা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত খবির মোল্লার ছেলে কালাম মোল্লা এবং একই গ্রামের মৃত ওয়াছ চেরাগী এর ছেলে সাহেব চেরাগী গোপালপুর ভেকলার মাঠে কৃষি জমিতে অবৈধ্য ভাবে পুকুর খনন করে বালি উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি নাজমুল আলম অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানের কথা জানতে পেরে বালু উত্তোলনের যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায় বালু উত্তোলন কারি রা।

এ বিষয়ে গোপালপুর ভেকলার মাঠের পুকুর খনন ও বালু উত্তোলনের কারনে ক্ষতি গ্রস্থ বা আশে পাসের জমি কৃষি জমি ধসে যাওয়ার আশংকায় আশেপাশের জমির মালিক গন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা অভিযোগ পত্র জমা দিয়েছে।

গোপালপুর ভেকলার মাঠের কৃষক খোকন,শফিকুল,রাতুল,সিরাজ, মজিবার,সাহেব,আলমগীর,পলাশ,জিনা,লাভলু,জানান এমন জায়গায় পুকুর খনন করে বালু উত্তোলন করছে তাতে সেখানে গভির গর্তে সৃষ্টি হচ্ছে যার ফলে আশে পাশের জমি ধ্বসের আশংকা দেখা দিয়েছে। তাদেরকে বার বার নিশেধ কার সত্তেও ক্ষমতার জোরে সে কাজ বন্ধ না করে বালু উত্তোলন অব্যাহত রাখে শুনেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়েছিল তার পরেও নিরুপায় হয়ে আমরা মুজিবনগর নির্বাহী অফিসার বরাবর বালু উত্তোলন বন্ধকরে কৃষি জমি বাচাঁতে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছি বালু উত্তোলন কারি কালাম ও সাহেব অতি চালাক তারা ছুটির দিন শুক্রবার ও শনিবার বালু উত্তোলন করে যাতে ছুটির দিনে ম্যাজিস্ট্রেট আসতে না পারে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভৃমি নাজমুল আলম বলেছেন শুক্রবার শনিবার না সু নিদির্ষ্ট অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে যে কোন সময় আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।

পরে মুজিবনগর উপজেলা সহকারি ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম কোমরপুর বাজারের ফিরোজা ফ্যাশান ও রাজ ফ্যাশান কে করোনা কালিন সময়ে মাস্ক পরিধান না করে দোকানে বেচাকেনা করার অভিযোগে দন্ড বিধির ২৬৯ ধারায় ১০০০ /১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মুজিবনগর থানার এস আই আরিফ এর নেতৃত্বে পুলিশের একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট কে সহযোগীতা করে।