বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে এসএসসি ও সমমান পরীক্ষার্থী কোথায় কতজন

By Meherpur News

April 10, 2025

মেহেরপুর নিউজ:

মুজিবনগর উপজেলায় ২ টি কেন্দ্র ও একটি উপকেন্দ্রে মোট ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিস।

নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ৫৩, আনন্দবাসমিয়া মনসুর একাডেমি ৩৯, আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২২, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫৮, এটি যে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১১, বল্লবপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় ৪৭, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭,  বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় ১০৫, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুরে ৬৫, মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৯২, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮,  দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩০, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭২, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী রয়েছে।