জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৫ সম্ভাব্য প্রার্থী

By মেহেরপুর নিউজ

January 15, 2019

শাকিল রেজা, মেহেরপুর নিউজ: মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মুজিবনগরে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে যোগাযোগ শুরু করেছে। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৫ জন সম্ভাব্য প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তারা হলেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোল্লা এবং উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু বলেন, উপজেলা নির্বাচনের জন্য আমার চেয়ে শক্ত অবস্থান কারোও নেই।দীর্ঘদিন দলের সঙ্গে আছি। জননেত্রী শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দেবেন এবং আমি আগামীতে উপজেলা চেয়ারম্যান হবো বলে আশা করছি। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন,আমি চেয়ারম্যান পদপ্রার্থী। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো। উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু বলেন,আমি ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম।তাছাড়া ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে দলের মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নৌকার প্রার্থীর হয়ে কাজ করেছিলাম। তবে এবার আমি আশা করছি সব দিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেবেন। বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক বলেন, এখন পর্যন্ত যে ৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছে তারা সকলেই যোগ্য প্রার্থী । এদের ভিতর থেকে যে ব্যাক্তি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে আসতে পারবে আমরা তার হয়েই নির্বাচন করবো।