মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে সঙ্ঘবদ্ধ চোরের দল দারিয়াপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার বাইরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে ভোল্ট ভেঙ্গে ৬ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে গেছে। বুধবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করে ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা বাড়ি চলে যায়। ব্যাংক বন্ধের আগে ব্যাংকের লকারের ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিলো।
বৃহস্পতিবার সকালে অফিস সহকারি ব্যাংকের দরাজা খুলে দেখেন ব্যাংকের জানলার গ্রীল কাটা। পরে ভিতরে প্রবেশ করে দেখে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে দুবৃত্তর। পরে সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে যেয়ে দেখে ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে দুবৃত্তরা। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দারিয়াপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার আব্দুল গাফ্ফার জানান, সকাল ৯ টায় অফিস সহকারি আমাকে ফোন দিয়ে জানায় দুবৃত্তরা জানালার গ্রীল কেটে ভোল্ট ভেঙ্গে টাকা নিয়ে চলে গেছে। ভোল্টে ৬ লাখ ৩৩ হাজার ৩শ ৩৩ টাকা রাখা ছিলো। তিনি আরো জানান, বাজারে নাইট গার্ড রয়েছে। তবে বাংকের নিজস্ব কোন নাইট গার্ড নেই।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতে একদল চোর ব্যাংকটির পিছন সাইডের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে।
এদিকে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারী কে পুলিশ থানায় নিয়েছে।