মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহ’র সভাপতিত্বে ওরিয়েন্টেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। ওরিয়েন্টেশনে মুজিবনগর উপজেলার ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর নতুন সদস্যরা অংশগ্রহণ করেন।