বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইটভাটাকে শিল্প ঘোষণাসহ ৭ দফা দাবি

By মেহেরপুর নিউজ

March 04, 2025

মেহেরপুর নিউজ:

ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণাসহ ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়ন নেবার বিধান বাতিল, ইনভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুজিবনগর উপজেলা ইটভাটা  মালিক সমিতি।

মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির উদ্যোগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমানের নেতৃত্বে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে মুজিবনগর উপজেলার বিভিন্ন ইট ভাটা মালিক এবং শত শত শ্রমিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানের স্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুখরিত করে রাখে।

পরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের স্মারকলিপি প্রদান করেন। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় মুজিবনগর উপজেলা ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক তাসমিউল ইসলাম সজলসহ ভাটার মালিকরা উপস্থিত ছিলেন।