মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে অবৈধভাবে গোপনে আরশাদ কসাইয়ের পুকুর থেকে বালু উত্তোলন করার সময় ঠিকাদার নিয়ামত আলীকে জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত।
সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার এ ভ্রাম্মমান আদালত পরিচালনা করেন। ঠিকাদার নিয়ামত আলী তারানগর গ্রামের মৃত বকসো শেখের ছেলে।
ইউএনও সুজন সরকার জানান,আরশাদ কসাই দীর্ঘদিন ধরে তার নিজের কৃষি জমিতে পুকুর খনন করে মাটি ও বালু উত্তোলন করে সেগুলো ঠিকাদারের মাধ্যমে বাইরে বিক্রি করছিলো। এতে করে পাশের জমির ক্ষতি হওয়ায় তাকে কয়েকবার নিষেধ করা হয়েছে। তার পরও সে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বালু বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন সময়ে পুকুর থেকে বালু নিয়ে আসার সময় বালুসহ ট্রাক্টর দেখা গেলে সেখানে ভ্রাম্মমান আদালত বসানো হয়। পরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে ঠিকাদার নিয়ামত আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে তিনি জানান।