মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মিনারুল ইসলাম খোকন ও তার বোন নাজনিন আক্তার সারা দেশের মধ্যে সেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ দু’ভাই-বোনকে পুরস্কৃত করবেন। মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মরহুম গোলাম মোস্তফার ছেলে মিনারুল ইসলাম খোকন ও মেয়ে নাজনিন আক্তার ২০০৯ সালের ১৪ নভেম্বর মহাজনপুর ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হিসেবে কর্ম শুরু করেন। ওই ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্রের যাত্রা লগ্ন থেকে অদ্যাবধি ওই এলাকার মানুষ নিজ এলাকা থেকে যোগাযোগসহ সব ধরনের সেবা পেয়ে আসছেন। দু’ভাই-বোন অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দেয়ার পাশাপাশি আর্থিকভাবেও নিজেরা সাবলম্বিত হয়েছেন। সবদিক বিচার বিবেচনা করে সরকারিভাবে মিনারুল ইসলাম খোকন ও নাজনিন আক্তার সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার অনন্য গৌরব অর্জন করেন। আজ সোমবার জাতীয় ই-তথ্য সেবা দিবস উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতীয় দিবসের উদ্বোধন করাসহ পুরস্কার প্রদান করবেন। এদিকে পুরস্কার গ্রহনের লক্ষে মিনারুল ইসলাম খোকন ও নাজনিন আক্তার রোববার ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।