মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মুজিবনগর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে এদিন প্রথমেই কেদারগঞ্জ বাজারে মাস্ক পরিধানে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরন করা হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে তানিম ক্লথ স্টোরকে ৫শ টাকা জরিমানা করা হয়।
এরপর দামুড়হুদা উপজেলা হতে মুজিবনগর উপজেলার প্রবেশপথ সমূহে নজরদারী বৃদ্ধি ও যাতায়াত সীমিত করার লক্ষ্যে রাস্তায় স্থাপিত ব্লক তদারকি করা হয়। এসময় মাস্ক ছাড়া চলাফেরা করায় ৩ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়। পরে মূল সড়কের উপর বাড়ি তৈরির সিমেন্ট-বালির মিশ্রণ তৈরির অপরাধে দারিয়াপুরের চাঁদ বক্সের পুত্র রিপন আলিকে ৫শ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।