মেহেরপুর নিউজ,২৮ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ডাকাতের হামলায় ৩ গরু ব্যবসায়ী আহত হয়েছে এবং তাদের ৪০ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাতদল। আহতরা হলো: নাসির মোল্লারে ছেলে ইয়াদুল মোল্লা, ইয়াদুল মোল্লার ছেলে শহিদুল মোল্লা ও ফয়েজ মোল্লা। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা জানান, শনিবার ভোররাতে ৭/৮ জনের একদল অস্ত্রধারী ডাকাত বাগোয়ান গ্রামের শহিদুলদের বাড়িতে হামলা চালায়। এ সময় আগের দিনের গরু বিক্রির টাকা দেয়ার দাবি করে। টাকা দিকে অপরাগতা প্রকাশ করায় ডাকাত দল তাদের উপর হামলা চালায়। তাদের উপুর্যপরী হামলায় তারা তিন পিত্রাপুত্র আহত হয় এবং তাদের ঘরে থাকা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।