মেহেরপুর নিউজ, ১৫ মার্চ:
মুজিবনগরের প্রত্যেকটি গ্রামকে শহরে পরিনত করা হবে। কোন মানুষকে আর কষ্টে দিনযাপন করতে হবে না।
শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদে বিভিন্ন সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন,মেহেরপুর মানুষের সুবিধার্থে ইতিমধ্যে ১২শ কোটি টাকা ব্যায়ে রেললাইনের কার্যক্রম শুরু করা হচ্ছে। এছাড়া দ্রুত চেকপোষ্ট স্থাপন করা হবে,কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে,টেক্সটাইল ইনসটিউট স্থাপন করা হবে। শেখ রাসেল আই সিটি সেন্টার স্থাপন করা হবে।
জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনী, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম),উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ২২ জন মহিলার মাঝে
সেলাই মেশিন ,আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ৩ বাইন ঢেউটিন, নগদ ৯হাজার টাকা, পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয়কে ৫ বাইন ঢেউটিন, ১৫ হাজার টাকা ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের উপকার ভোগীদের মাঝে ৪২৬ টি ভিজিডি কার্ড বিতরন করা হয়েছে। অনুষ্ঠান শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর বাসটার্মিনাল পরিদর্শন করেন।