মেহেরপুর নিউজ:
করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মাঝে এ অর্থ প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেনের প্রচেষ্টায় মুজিবনগর উপজেলায় দারিয়াপুর মাধ্যমিক বালক বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থীর মধ্যে ৩শ টাকা করে বিতরন করা হয়। এসময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সেখানে উপস্থিত ছিলেন।