মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে চুরি করতে গিয়ে সুজন নামে এক নামে এক চোরকে আটক করে গণধোলার দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার সকালের দিকে সুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জানাগেছে আনন্দবাস বিশ্বাসপাড়ার বাসিন্দা সুজন রাত তিনটার দিকে জয়পুর গ্রামের হামজা ফারাজির বাড়িতে চুরি করতে যায়।এসময় গৃহকর্তা টের পেয়ে থাকে আটক করে গণধোলায় শুরু করেন। পরে সকালের দিকে মুজিবনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।