মেহেরপুর নিউজ, ২১ মে:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেছেন, মুজিবনগর স্বাধীনতার সূর্যোদয়। এই মুজিবনগরের ইতিহাস সকলকে জানতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক মুজিবনগরে আসেন। তারা যেন সকলেই মুজিবনগরে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে সেকারণে মুজিবনগরের ইতিহাস নিয়ে লিফলেট তৈরি করা হয়েছে।মুজিবনগরে আগত সকল পর্যটকের হাতে সেই লিফলেট তুলে দেওয়া হবে। আর এভাবেই মুজিবনগর ইতিহাস সকলে জানতে পারবে।
মঙ্গলবার বিকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার সাংবাদিকদের হাতে লিফলেট তুলে দিয়ে একথা গুলো বলেন। এসময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, সহসভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু সেখানে উপস্থিত ছিলেন।
ইউএনও আরো বলেন, দির্ঘদিন ধরে স্মৃতিসৌধে সুভাষ মল্লিক নিজ দায়িত্বে এসকল ইতিহাস পর্যটকের সামনে তুলে ধরেণ। কিন্তু তার ও বয়স হয়েছে।সেকারণেও এই লিফলেটের উদ্যোগ গ্রহণে আরো বেশি তৎপর হয়েছি।
লিফলেট মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর ইতিহাস, ১৭ এপ্রিল এর পটভুমি, স্মৃতিসৌধে স্থাপত্যশৈলীসহ বিভিন্ন তথ্য স্থান পেয়েছে।