মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম, মোজাম্মেল হক বলেছেন, মেহেরপুরের মুজিবনগরকে আরো সমৃদ্ধি করতে ৫০ একর জমি অধিগ্রহণ করা হবে। তিনি বলেন, আগামী মাসের কোন এক সময় আমি মেহেরপুরে এসে এই বিষয় নিয়ে আলাপ করে মুজিবনগরে যাতে আরও আকর্ষণীয় করে তোলা যায় তার ব্যবস্থা করব।
মন্ত্রী শুক্রবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ” বিষয়ক জুমের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ, ক, ম, মোজাম্মেল হক এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা তা দেখে এখন বিশ্বের অনেক দেশে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। “আমাদের প্রিয় মুজিব ভাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
জুমের মাধ্যমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, প্রফেসর হাসানুজ্জামান মালেক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিকুর রহমানের সঞ্চালনায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।