মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় ২দিন ব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার ষ্টল পরিদর্শন করেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস , সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা,সাধারন সম্পাদিকা লাভলি ইয়াসমিন,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইউব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। ২ দিনের এ মেলায় মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, এনজিও অংশ গ্রহন করেছে।