মোঃ আবুল কালাম আজাদ-
======================
স্মৃতিতে চির অম্লান তুমি মিশে রয়েছো বাংলার জনতায়,
তোমার বজ্রকন্ঠে ধ্বণিত হলো “ বীর বাঙ্গালী অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো”।
স্মৃতিতে ভীষণ শিহরণ উল্লোসিত লাখো জনতার মাঝে বজ্রকন্ঠে ধ্বণিত হলো
“তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো”।
স্মৃতিতে চির মহীয়ান অমৃতের সুরে বেজে উঠলো “ রক্ত যখন দিয়েছি,
রক্ত আরো দিব এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ”।
স্মৃতিতে চির জগরণ বিস্ময়ের চির বিস্ময় হয়ে আমৃতের
অমিয় ধারা হয়ে বজ্রকন্ঠে আবারো ধ্বণিত হলো
“ এবারের সংগ্রাম,আমাদের মুক্তির সংগ্রাম এবারের
সংগ্রাম,আমাদের স্বাধীনতার সংগ্রাম”।
পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়।
মোঃ আবুল কালাম আজাদ
ইন্সট্রাক্টর (সাধারণ) পিটিআই ,মেহেরপুর।