বর্তমান পরিপ্রেক্ষিত

মুক্তিযোদ্ধা ও সংগঠক রবিউল হোসেন বাঘার জানাযা ও দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

October 08, 2018

মেহেরপুর নিউজ, ০৮ অক্টোবর: মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি রবিউল হোসেন বাঘাাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামায অনুষ্ঠিত হয়। এর আগে মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় ও পুস্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা জানানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ শ্রদ্ধা জানান। পরে পুলিশের একটি চৌকস দল মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রপক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সালাম গ্রহণ করেন। জানাযা শেষে মেহেরপুর সরকারি কলেজ মোড়ের পৌর কবরস্থানে দাফন করা হয়।

জানাযা ও দাফন কাজে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন,জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা অ্যাড. ইব্রাহিম শাহীন. অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রবিউল হোসেন বাঘার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, আমেরিকা থেকে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাতি কে এম আতাউল হাকিম লাল মিয়া। প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম রবিউল হোসেন বাঘা একজন দক্ষ সংগঠক ছিলেন। পেশায় ছিলেন প্রকৌশলী। ১৯৯৯ সালে তিনি মেহেরপুর এলজিইডি থেকে উপ-সহকারি প্রকৌশলী হিসেবে অবসর নেন। এছাড়াও মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।