আইন-আদালত

মাস্ক ব্যবহার না করাই ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

April 12, 2021

মেহেরপুর নিউজ:

মাস্ক ব্যবহার না করাই পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক অভিযান চালানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসানো হয় ।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান এর নেতৃত্বে অভিযানে পথচারীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তাদেরকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করাই তাদের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ) ২০১৮ এর ২৪ এর (১) ধারা লঙ্ঘনের অপরাধে ২৪ এর (২) ধারায় জরিমানা আদায় করা হয়।