করোনাভাইরাস

মাস্ক পরেই রাস্তায় চলার আহবান মেহেরপুর পুলিশের

By মেহেরপুর নিউজ

September 04, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস ঠেকাতে দরকার মাস্ক,৷ বহুবার জানানো সত্বেও মাস্কের গুরুত্ব বুঝতে নারাজ সমাজের একাংশ। মেহেরপুর পুলিশের পক্ষে বিভিন্ন সময মাস্কের গুরুত্ব বোঝানো হলেও সমাজের একাংশ যেন সব কিছুরই উর্দ্ধে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে বিভিন্ন সময় মাস্কের প্রয়োজনিয়তা ও গুরুত্ব বোঝানো হলেও এখনও মেলে মাস্ক ছাড়া বেশকিছু লোকের দেখা।

শুক্রবার সকালে মেহেরপুর পুলিশের কোর্ট ইন্সপেক্টর আব্দুল আওয়াল  মাস্কের গুরুত্ব বোঝাতে শহরের হোটেল বাজার এলাকায় মাস্ক বিতরণ ও রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে মাস্কের গুরুত্ব বোঝান।

মেহেরপুর পুলিশের পক্ষে কোর্ট ইন্সপেক্টর শুধু মাস্ক বিতরণ করলেন তাই নয়, মাস্ক কেন পরবেন তা স্পষ্ট বুঝিয়েও দিলেন ।

কোর্ট ইন্সপেক্টর আব্দুল আওয়াল বলেন,   মাস্কই একমাত্র পথ করোনা থেকে রেহাই পাওয়ার। মাস্ক ছাড়া অনেকেই ঘুরছেন এখনও ৷ যাতে সবাই মাস্ক পরেন ও ভুলে না যান, তার জন্যই আমাদের এ উদ্যোগ।