অন্যান্য

মালয়েশিয়া প্রবাসী আনারুলের লাশ মেহেরপুরে ।। জানাযা ২ টায়

By মেহেরপুর নিউজ

July 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ জুলাই: মালয়েশিয়ায় কাজ করার সময় এক দূর্ঘটনায় নিহত প্রবাসী আনারুল ইসলামের লাশ মেহেরপুর কাশ্যপপাড়ার তার নিজ বাড়িতে এসে পৌছেছে। শনিবার সকাল ১০ টার দিকে তার লাশ নিজ বাড়িতে এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  তার লাশ একনজর দেখার জন্য বিভিণ্ন এলাকা থেকে আসা মানুষ সেখানে ভিড় জমা্য়।  দীর্ঘ ৮ বছর পর মালয়েশিয়া থাকার পর এই প্রথম বাড়িতে ফিরে এলো তা্ও লাশ হয়ে। এ শোকে কাতর তার পরিবারের লোকজন। স্ত্রী, সন্তান, ভাই বোনসকলেই তার লাশ দেখছে আর বার মূর্ছা যাচ্ছে। তাদের আহাজারিতে এলাকার শোকের পাথর নেমে এসেছে। নিহতের ভাই সাজু আহমেদ মেহেরপুর নিউজকে বলেন, দুপুর ২ টায় মেহেরপুর বেড়পাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে শেখপাড়া পৌর কবরস্থানে দাফন করা হবে।