মেহেরপুর নিউজ,২২ জুলাই: সোনার হরিণের আশায় দীর্ঘ ৮ বছর প্রবাসে থেকে বাড়ি ফেরার আগমুহুর্তে এক দূর্ঘটনায় প্রান গেলে আনারুল ইসলাম নামের মালয়েশিয়া প্রবাসির। নিহত আনারুল ইসলাম মেহেরপুর শহরের বেড়পাড়ার তারণ মন্ডলের ছেলে। সে শহরের কাশ্যপপাড়ায় স্ত্রী ও ৪ সন্তান নিয়ে জীবন যাপন চালিয়ে আসছিলো। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পাগলপ্রায় তার পরিবারের লোকজন।
নিহত আনারুল ইসলামের ছোট ভাই রাজু আহমেদ জানান, সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে মালয়েশিয়ার কর্মস্থলে কাজ করার সময় একটি ক্রেনের হেড তার মাথায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার মালয়েশিয়ায় লাশের ময়না তদন্ত শেষে পুলিশি কাজ সম্পন্ন করে রাতে অথবা পরদিন শুক্রবার লাশ দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।