টপ নিউজ

মানুষের চিকিৎসা সেবার ব্রত নিয়ে চিকিৎসক হয়েছি -ডা. আকাশ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে

By মেহেরপুর নিউজ

July 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডা, তাহের- ডা, লিনা ম্যাটস এর উদ্যোগে খোকসা আলোর পথে আমরা এর সহযোগীতায় মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম শহর উদ্দিন স্মরণে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে ১৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোগী দেখা হয়।

চিকিৎসক ডা. এস এম আরাফাত আল আকাশ জানান. মানুষের চিকিৎসা সেবার ব্রত নিয়ে চিকিৎসক হয়েছি। এ ধরনের চিকিৎসা সেবা দিতে নিজের কাছে ভালো লাগছে।

আয়োজকরা জানান, মেহেরপুরের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া এই ক্যাম্পের উদ্দেশ্য। পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের আয়োজন করা হবে।

শুক্রবার সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা জামে মসজিদ ও গোরস্থান কমিটির সভাপতি রফিকুল ইসলাম, তাহের ক্লিনিকের ত্বাধিকার ডা, আবু তাহের সিদ্দিকী, ডা, এস এম আরাফাত আল আকাশ, খোকসা আলোর পথে আমরা এর সভাপতি আরিফুল ইসলাম,  ইউপি সদস্য আমিনুদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের, এডভোকে নিয়ামুল খান, শিক্ষক মিজানুর রহমান, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি কমিটি সভাপতি মোয়াজ্জেম হোসেন, শামসুজ্জোহা সামিদুল, প্রভাষক আলমগীর হোসেন প্রমূখ।