মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে একটি গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে দুটি গরুর করুন মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে মানিকনগর গ্রামের আরিফুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে মানিকনগর গ্রামের আজিজুল হক মদন মন্ডলের ছেলে আরিফের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা তিনটি গরুর মধ্যে দুটি গরু মারা যায়। অপর একটি গরু আগুনে ঝলসে যাই।এতে গৃহকর্তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবার পূর্বে স্থানীয়রা আগুন আয়ত্তে আনেন।