গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
কাশিয়ানীতে সন্ধ্যার দিকে রেললাইনের পাশের বাগানে একজন অসহায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ ( ৬৫ ) কে মানবিক সহয়তা দিলো প্রশাসন।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে সাতক্ষিরার জেলা প্রশাসক মোস্তফা কামাল টেলিফোনে মাধ্যমে সংবাদ পেয়ে অসহায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন।
পরে কাশিয়ানীর সমাজসেবা অফিসার এসএম ওহিদুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর , পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সহ অফিসের সহকর্মীদের উপস্থিতি হয়ে অসহায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা কায়ুম তালুকদারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সরকারি এ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে প্রেরণ করে।
এসময় উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার নাজমুল হক নিজ হাতে অসহায় বৃদ্ধ লোকটিকে খাবার ও পানি খাওয়াতে সাহায্য করেন। স্থানীয়রা এসময় সাতক্ষিরার জেলা প্রশাসক মোস্তফা কামাল ও উপজেলা প্রশাসনের মানবিক টিমের সকল সদস্যদের ধন্যবাদ জানান।