মেহেরপুর নিউজ, ০১ মে:
“আলোকের ঝর্ণা ধারায় এসো” এই প্রতিপাদ্য মেহেরপুরে মানবকন্ঠ সেতুবন্ধনের জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের আহবায়ক শওকত আরা মিমি সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবকন্ঠর মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্নার সঞ্চলানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রক্তন প্রধান শিক্ষক ও জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলাম, সরকারী মহিলা কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, এএইচএম রাশেদুল হক, সাবেক ফুটবলার ইমদাদুল হক, জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের সদস্য সচিব হোসেন খান রিপন, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ, সাজ্জাদুর খান মিলন, সদস্য কে এম খসরু পারভেজ, সায়েম হোসেন প্রমুখ।
পরে শওকত আরা মিমিকে সভাপতি ও সাজ্জাদুর খান মিলনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল হামিদ, কে এম খসরু পারভেজ, হোসেন খান রিপন, যুগ্ম সম্পাদক মোহাইমিনুর রহমান আবির, হাসান মাহাদুদ, সাংগঠানিক সম্পাদক নাদিম হাসান শিউল,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলিমুজ্জামান রিপন, অর্থ সম্পাদক আব্দুল মান্নাফ, দফতর সম্পাদক রাতুল আহামেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুখি ইসলাম, সাংস্তৃতিক সম্পাদক সালমা আক্তার সেতু, সমাজ কল্যান সম্পাদক বরকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক অন্য হক তানিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান নাহিদ, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক জিনিয়া আফরোজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক জামিউল ইসলাম জীবন, তথ্য প্রযুক্তি সম্পাদক সানজিন আফরিন দৃষ্টি, সম্মানিত সদস্য মারুফ আহামেদ, ফারুক হোসেন, আনিছুর রহমান, সামান্তা হক, মালিহা মেহেজাবিন, নাজিয়া রেজা অবনি, জান্নাতুল নাহার মিতু, সায়েম হোসেন, মিতু আক্তার, পিয়াংকা খাতুন, তাসমিন জামান, আখি আমজাদ, রওনক জাহান, সুহনা ইসলাম।
এদিকে একই সাথে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, মানবকন্ঠর জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না, প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাংবাদিক তুহিন আরন্য, মিজানুর রহমান, শিল্পি শাফিনাজ আরা ইরানী, সরকারী মহিলা কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, এএইচএম রাশেদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, ব্যাবসায়ী মোস্তাকুর রহমান তুষার, ওয়ালিদ হাসান লিটন ও সংগঠক মিয়ারুল ইসলাম।