কবিতা

মানদণ্ড

By মেহেরপুর নিউজ

July 07, 2019

মহাম্মদ সামসুজ্জোহা:

সব জীবেরই স্বভাব-চরিত্র,শারীর বা যৌনতা

একটা মানদণ্ড মেনে চলে;

যেমন স্বভাব-চরিত্রের দিক দিয়ে জন্তুদের মধ্যে

কুকুরের ব্যক্তিত্ব খুবই নিম্ন স্তরের

কিন্তু যৌন বিবেচনায় খুব অভিজাত

বছরে একমাস—শুধুই কার্তিক মাস

সেই তুলনায় কিছু নরমানুষের

যৌনবোধ এতই বীভৎস নিচু যে

তা তুলনারহিত—ধরণির কোনো কিছুই

তাদের বাধা নয়—

ধর্মগ্রন্থ পাঠ দিতে দিতে

হাসপাতালের নিবিড় পরিচর্যা কক্ষে বা

উটের পিঠে ভ্রমণরত অবস্থায়

যদি একটা শিশুও মেলে—

নিবৃত্ত করতে পারে না নিজেকে!

গ্রামদেশে অসময়ের জ্বালানী—মেড়া

বানাতে গোবর ধরে রাখার জন্য

কাঠামোদণ্ড হিসাবে ভেতরে একটা

পাঠকাঠি দেওয়া হয়

জন্মগতভাবে মানুষ অবশ্য

শরীর ধরে রাখার জন্য

কাঠামো হিসাবে মেরুদণ্ড পায়

কিন্তু শ্রেষ্ঠ জীব হিসাবে তার চরিত্র বা

যৌনতা নিয়ন্ত্রণ রাখার জন্য

কোনো মানদণ্ডই নাই!

সদা বিব্রত সভ্য-সংস্কৃত মানুষের সংশয়

নরমানুষের কেন্দ্রীয় প্রবনতা যৌনতা না মানবতা!

প্রকাশকাল, ০৭ জুলাই ২০১৯