আইন-আদালত

মেহেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনকে জেল ও জরিমানা

By মেহেরপুর নিউজ

October 02, 2024

মেহেরপুর নিউজ:

মাদক সেবনের দায়ে জামিল ও ইলিয়াস নামের দুই জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই যুবকের কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সাজাপ্রাপ্ত জামিল দিঘীরপাড়ার আবু ওবাইদের ছেলে এবং ইলিয়াস একই এলাকার আর আরজেদ আলীর ছেলে। এর আগে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় জামিল ও ইলিয়াস আলিকে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।