মেহেরপুর নিউজ, ০৭ ফেব্রুয়ারি: মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, মাদক বিক্রেতা, সেবনকারী, সন্ত্রাসী, ইভটিজার এরা সকলেই মানবতার শত্রু। এদের কাছে থেকে দূরে থাকতে হবে। তিনি আরো বলেন, এগুলোকে পরিহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে । পুলিশ সুপার আরো বলেন, আজ যারা স্বেচ্ছাই মাদক ব্যবসা পরিহার করেছেন তারা যাতে সুষ্ঠভাবে জীবনযাপন করতে পারে সে ব্যাপারে আমরা স্বচেষ্ট থাকবো। পুলিশ সুপার শনিবার বিকালে সদর উপজেলার শালিকা আনছার ক্লাব প্রাঙ্গনে গ্রাম আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত “মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই” শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব পিপিএম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বক্তব্যে রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, ইউপি সদস্য শাহাদৎ হোসেন, আওয়ামীলীগ নেতা ফুলচাঁদ মোল্লা, আব্দুল লতিব, শাহিন আলী, হুমায়ন কবির, তুষার আহমেদ প্রমুখ।
পরে শালিকা গ্রামের মিকাইলের ছেলে মাদক ব্যবসায়ী বজলু, রহমানের ছেলে জয়নাল, শাসানের ছেলে আনছার, বদর উদ্দিনের
ছেলে ফয়েজ উদ্দিন, খোদা বক্সের ছেলে আব্দুর রহমান, এলাহা বাশের ছেলে রাকিবুল ও হযরত আলীর ছেলে মিন্টু পুলিশ সুপার হামিদুল আলমের হাতে হাত রেখে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করার অঙ্গিকার করেন। এ সময় তাদের করতালি দিয়ে অভিনন্দন জানায় গ্রামবাসীরা।