বর্তমান পরিপ্রেক্ষিত

মাত্র ৬৭ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড

By মেহেরপুর নিউজ

November 17, 2024

মেহেরপুর নিউজ:

প্রতিপক্ষের বোলারদের ধবলধোলাই করে ২২৫ রানের পাহাড় সমান ব্যবধানে জয়লাভ করেছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল মাত্র ৬৭ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা ক্রীড়া আফিস ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল ব্যক্তিগত এবং বড় ব্যবধানে জয়ের রেকর্ড করেছে।

রবিবার বিকালে অনুষ্ঠিত খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২২৫ রানের পাহাড় সমান ব্যবধানে গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় জিসান আহমেদের টাইফুন ব্যাটিং সুবাদে ২০ ওভারে ৩ হারিয়ে ২৮৮ রানের পাহাড় গড়ে তোলে।

দলের পক্ষে জিসান আহমেদ ৬৭ বলে ২৫টি ৬ এবং ৫ টি ৪ এর মাধ্যমে ডাবল সেঞ্চুরি ২০০ রান করে করে অপরাজিতা থাকেন।পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করার জন্য ব্যাট করতে নেমে গাংনি পৌর মাধ্যমিক বিদ্যালয় জোড়পুকুরিয়ার সৌরভের বিধ্বংসী বোলিং মুখে ১৭.৪ উপরে মাত্র ৬৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাব্বির সর্বোচ্চ ২২ রান করেন। সৌরভ ৪টি উইকেট লাভ করেন।