করোনাভাইরাস

মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় বিরামহীন ছুটে চলছেন কাশিয়ানীর এসিল্যান্ড

By মেহেরপুর নিউজ

April 18, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশে গোটা দেশ লকডাউন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

ঠিক তখন নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারিন্টাইন নিশ্চিত, অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং মানুষকে ঘরে ফেরাতে কাজ করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু বিশ্বাস। যেন প্রতিনিয়ত করোনার সাথে যুদ্ধ করে চলে আসছেন।

জানা গেছে, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ১১৩ জনকে ৩৮টি মামলা দেয়া হয় এবং ১ লাখ ২১ হাজার ৫শ’ টাকা জরিমাণা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু বিশ্বাস।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন, ‘এসিল্যান্ড  মিন্টু বিশ্বাস জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন ধরে কাজ করেন করেন করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মানুষকে ঘরে ফেরাতে যেভাবে আন্তরিক হয়ে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর মতো কর্মকর্তারাই পারে নিষ্ঠার সাথে মেধা ও শ্রম দিয়ে সোনার বাংলাদেশ গড়তে।’

সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস বলেন, ‘আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। উপজেলাবাসীকে নিরাপদে রাখতে যা যা করার প্রয়োজন তা আমরা করছি। করোনা মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। আশা করি করোনা যুদ্ধে আমরা জয়ী হবো। তবে সকলের প্রতি আমার অনুরোধ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না।’

কাশিয়ানী উপজেলার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করছেন তিনি। সকাল হলেই প্রতিদিন বেড়িয়ে পড়েন উপজেলার বিভিন্ন হাট-বাজারে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেনবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে দিনরাত মাঠে কাজ করে আসছেন এসিল্যান্ড জনাব বিশ্বাস মিন্টু বিশ্বাস।