অন্যান্য

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহিলা ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রতিযোগীতা

By মেহেরপুর নিউজ

March 26, 2015

মেহেরপুর নিউজ,২৬ মার্চ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফারজানা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাকিা শামিম আরা হীরা, সদস্য গুলশানারা প্রমুখ।

 

মেহেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় পৌর একাদশ ১-০ গোলে জেলা প্রশাসন একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীসহ সকল খেলোয়ারদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান, হেমায়েত হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পকলার শিল্পিরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান, হেমায়েত হোসেন সেখানে উপস্থিত ছিলেন।