বর্তমান পরিপ্রেক্ষিত

মহান বিজয় দিবস বিএনপির অঙ্গসংগঠনের মিছিল ও পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 16, 2024

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর পৌর, সদর উপজেলা ও মুজিবনগর বিএনপির মিছিল ও পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।

সোমবার সকালের দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন।এসময় জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি সায়দাতন নেছা নয়ন,জেলা ছাত্র দলের সভাপতি আকিব জাভেদ সেনজির, প্রমুখ উপস্থিত ছিলেন