বর্তমান পরিপ্রেক্ষিত

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে প্রীতি ফুটবল খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

December 16, 2024

মেহেরপুর নিউজঃ

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন একাদশ ও পৌর একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় পৌরসভা একাদশ জয় লাভ করে। খেলায় পৌরসভা একাদশ টাইব্রেকারে ৩-১ গোলে জেলা প্রশাসন একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হওয়া শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে পৌরসভা ৩-১ গোলে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, রনি আলম নুর, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, আবীর হোসেন, সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা প্রভাশ চন্দ্র বালা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।