বর্তমান পরিপ্রেক্ষিত

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ পুষ্প মাল্য অর্পন

By মেহেরপুর নিউজ

December 16, 2024

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ পুষ্প মাল্য অর্পন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর শহীদ স্মৃতি সৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল অর্পণ করা হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা বাসীর পক্ষে এবং জেলা মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের পক্ষে প্রথমে পুষ্প মাল্য অর্পন করেন। এরপরে পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম,মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ মহী উদ্দীন আহমেদ, জেলা আনসার ও ভিডিপির পক্ষে জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ আহসান, উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, মেহেরপুর গণপূর্ত বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফসর ড. নজরুল কবীর, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমীন ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক ফিরোজ আহমেদ , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাপলা, সমাজসেবা অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি , সমবায় অফিসের পক্ষে রোকনুজ্জামান তুষার, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের পক্ষে মামুনুর রশিদ ,টিটিসি’র অধক্ষ্য আরিফ হোসেন তালুকদার, জেলা শিক্ষা অফিসের পক্ষে শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন।

এছাড়াও পুষ্প মাল্য অর্পন করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা, পিটিআই, জনস্বাস্থ্য বিভাগ,এলজি ইডি, কৃষি বিভাগ,প্রানী সম্পদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিআরটিএ, সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে দেশ ও জাতীর শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।