মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির মিছিল ও স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করা হয়েছে। সোমবার সকালের দিকে এ মিছিল ও শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিলটনের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের কাথুলী সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর কলেজ মোড় স্মৃতিসৌধ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিলটন ঐক্যবদ্ধভাবে দলের কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। মিছিলে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু,পিপি আবু সালেহ মোঃ নাসিম, এ্যাড. মীর আলমগীর ইকবাল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।