বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী রফিকুল ইসলাম স্মরণে দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

October 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী রফিকুল ইসলাম স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালের দিকে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুস সামাদ, আনসার আলী, রেজাউল ইসলাম, ফরজ আলী,মনসুর আলী, রমজান আলী প্রমূখ। পরে রফিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।