বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By Meherpur News

March 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, বিএনপি নেতা রোকনুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ। পরে সেখানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।