বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 12, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

রবিবার সকালে মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আইসিটি কর্মকর্তা এনাম আহমেদল শাওন।স্বাগত বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব,গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনীধি রাজন আহমেদ প্রমুখ। “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক অংশ গ্রহণ করেন।