মেহেরপুর নিউজ:
১০ই মহরম উপলক্ষে শতবর্ষী মেলা বসেছে মেহেরপুরের কুতুবপুরে। সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুতুবপুর প্রাইমারী স্কুল মাঠে এ মেলা বসে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ঐতিহ্যবাহী মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে থাকে হাজারো মানুষ। মেলা উপলক্ষে শতাধিক দোকানীরা বিভিন্ন ধরনের খেলনাসহ নানা খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। দিন ব্যাপী মেলায় শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে নাগরদোলা, সহ বিভিন্ন ধরনের গ্রাম্য খেলাধুলা।
বিকালে মেলার ঐতিহ্য অনুযায়ী তাজিয়া মিছিল বের করা হয়। কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে তাজিয়া মিছিলটি মেলার মূল মাঠে গিয়ে শেষ হয়। এলাকার শত শত মানুষ তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন।
এদিকে মেলার সার্বিক নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিয়া বা সুন্নি নয়, পুর্বপূরুষদের পরাম্পরায় প্রতি বছরই এ মেলার আয়োজন করেন এলকাবাসী।