ক্রিকেট

মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

বৃহস্পতিবার দুপুরে কোমরপুর মাঠে মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস মিয়া টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে সানোয়ার হোসেন সেন্টু, মফিজুর রহমান, মিলন হোসেন, আহসান হাবীব রিন্টু, মাসুম, রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ৩২ টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বাড়াদি ৩ নম্বর ওয়ার্ড একাদশ জয়লাভ করেছে। খেলায় বাড়াদী ৩ নম্বর ওয়াড একাদশ ২৪ রানে রামনগর ৮ নম্বর ওয়ার্ড একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাড়াদী ৩ নম্বর ওয়ার্ড একাদশ ১৪ ওভার ৮ উইকেট হারিয়ে ১১৩ নং সংগ্রহ করে। আকাশ দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন। রামনগরের একলাম হ্যাটট্রিক সহ ৪ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে রামনগর ৮ নম্বর ওয়ার্ড একাদশ ১৩ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের বাবু সর্বোচ্চ ৬২ রান করেন।

বাড়াদীর সোহাগ ও হেলাল দুটি করে উইকেট লাভ করেন। বিজয় দলের আকাশ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হলো গোপালপুর ক্রিকেট একাদশ, চালুলিয়া ক্রিকেট একাদশ, ভগিরাতপুর ক্রিকেট একাদশ, কানাইডাঙ্গা ক্রিকেটে একাদশ, মোনাখালী ক্রিকেট একাদশ, সাহেবপুর, উজলপুর, গোভীপুর, মহজনপুর, আমদাহ, আলমপুর, আমদাহ বুম বুম, বন্দর আগমনী স্পোর্টিং ক্লাব, গাড়াডোব কাজলা,ক্রীড়া চক্র, ঝাউবাড়িয়া, খোকসা স্পোটিং ক্লাব, সিংহাটি অলিম্পিক ক্লাব, দলিয়ারপুর ক্রিকেট একাদশ, শিবপুর ইয়াং টাইগার একাদশ, যতারপুর, আমঝুপি ভয়েজ একাদশ, শালিকা টাইগার, আনন্দবাস অনুরাগ আদর্শ ক্লাব, আমঝুপি খেলাঘর, মেহেরপুর এক নম্বর ওয়ার্ড, গোপালপুর ইয়াং বয়ে, বন্দর দক্ষিণপাড়া, বিষ্ণুপুর ক্রিকেটে একাদশ এবং কোমরপুর একাদশ।