ক্রিকেট

মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আমদাহ বুমবুম ক্রিকেট একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আমদাহ বুমবুম ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় আমদাহ বুমবুম ক্রিকেট একাদশ ১৩২ রানে আলমপুর জাগরণী সংঘকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমদহ বুমবুম ক্রিকেট একাদশ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জামিরুল ৮০ মোমিন ৬৪ সম্রাট ৫৬ রান করেন।আলমপুরের পক্ষে মিঠুন ১টি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে আলমপুর ১১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে । দলের পক্ষে ফিরোজ ৩৩ রান করেন। আমদহ বুমবুম ক্রিকেট একাদশের ফিরোজ ৩ টি জামিরুল ২ উইকেট দখল করেন। বিজয়ী দলের জামিরুল ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন সম্রাট ।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহিনুর। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। মফিজুর রহমান পুরস্কার বিতরণ করেন।