মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোভীপুর ভৈরবপুর ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে কোমরপুর মাঠে অনুষ্ঠিত খেলায় গোভিপুর ভৈরব ক্লাব ৭ রানে মেহেরপুর ১ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওমর ৮২ রান করে। ১ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশের আকিব ৩ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে ১নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান করে। দলের পক্ষে সোহেল ৫৫ রান করেন। গোভীপুর ভৈরব ক্লাবের জুবায়ের ৪ টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের ওমর ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন জুবায়ের ।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোহেল। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন রাজু ও ইরন। তাদের সহযোগিতা করেন রাজন ও মাসুম । খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।