মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অনুরাগ আদর্শ ক্লাব জয়লাভ করেছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় অনুরাগ আদর্শ ক্লাব ৫৭ রানে আনন্দবাস ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অনুরাগ আদর্শ ক্লাব ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিশান ৪১ রান করেন।আনন্দবাস ক্রিকেট একাদশের পিয়াস ৩ টি উইকেট লাভ করেন।জবাবে খেলতে নেমে আনন্দবাস ক্রিকেট একাদশ অনুরোধ আদর্শ ক্লাবের রুবেলের বিধ্বংসী বোলিং মুখে ১৪. ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান করে । দলের পক্ষে নাহিদ ৩৮ রান করেন। অনুরাগ আদর্শ ক্লাবের রুবেল ৫ টি উইকেট দখল করেন। বিজয়ী দলের রুবেল ম্যান অব দ্যা ম্যাচ। সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন নিশান ।
পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাহিদ। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন মফিজ ও রাসেল । তাদের সহযোগিতা করেন রাজন ও মাসুম। খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্য সানোয়ার হোসেন সেন্টু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।